২৫শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ , ২৪শে জিলকদ, ১৪৪৩ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঝিনাইদহের মহেশপুর উপজেলায় একটি “গণকবরের” সন্ধান পাওয়া গেছে।
রবিবার (১৫ মে) দুপুরে উপজেলার কপোতাক্ষ নদী খননের সময় এ কবরের সন্ধান পাওয়া যায়।
স্থানীয়রা জানায়, কপোতাক্ষ নদী খননের সময় শহরের পাশে ব্রিজের নিচ থেকে মানুষের মাখার খুলি ও হাড় দেখতে পান তারা।পরে স্থানীয়রা খুলি ও হাড়গুলো উদ্ধার করে সেগুলো গুছিয়ে রাখেন।
স্থানীয় বাসিন্দা কবির হোসেন জানান, নদী খনন করার সময় বৃষ্টি হওয়ার পর হাড়গুলো পাওয়া গেছে। পরে, কয়েকজন যুবক হাড় ও খুলিগুলো গুছিয়ে রেখেছে।
কবির হোসেন বলেন, “মুক্তিযুদ্ধকালীন মহেশপুরে পাক বাহিনীর ক্যাম্প ছিল। পাকসেনারা বিভিন্ন স্থান থেকে মানুষকে ধরে এনে হত্যা করতো। পরে তাদের গণকবর দিত। এটি তেমনই একটি গণকবর বলে আমাদের ধারণা।“
এ ব্যাপারে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী বলেন, “আমি ঘটনাস্থলে এসে মাথার খুলি ও হাড় দেখেছি। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে এটি মুক্তিযুদ্ধের সময়ের চিহ্ন। আমরা হাড়গুলো সংরক্ষণের ব্যবস্থা করছি।”