২৭শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ , ১৩ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ , ২৬শে জিলকদ, ১৪৪৩ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুন) ভোর সাড়ে ৫টার দিকে ওই সড়কের শৈলকুপা উপজেলার চাঁদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পাবনার বাসিন্দা পিকআপচালক বিল্লাল হোসেন (৪৩) এবং হেলপার উজ্জল হোসেন (২৮)। তিনি সিরাজগঞ্জের বাসিন্দা।
শৈলকুপা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সঞ্জয় কুমার দেবনাথ জানান, পিকআপ ভ্যানটি রাজশাহী থেকে আম নিয়ে বরিশালের দিকে যাচ্ছিল। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের শৈলকুপা উপজেলার চাঁদপুরে পৌঁছালে বালুভর্তি একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানের চালক ও হেলপার গুরুতর আহত হন। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক হামিদুর রহমান বেলাল জানান, ভোরে ফায়ার সার্ভিসের কর্মীরা দুই জনকে হাসপাতালে নিয়ে আসে। তবে ওই দুজন হাসপাতালে আসার আগেই মারা যান।