টঙ্গী রেল সেতুতে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

টঙ্গী রেল সেতুতে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

গাজীপুরের টঙ্গীর রেল সেতুতে ঢাকা থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে পড়েছে। এতে ঢাকা থেকে বের হওয়া আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে এবং ঢাকায় প্রবেশের ডাউন লাইনে ট্রেন চলাচল করছে। এতে কয়েকটি ট্রেন সিডিউল বিপর্যয়ে পড়েছে বলে জানা গেছে।

টঙ্গী রেলওয়ে স্টেশন মাস্টার রাকিবুর রহমান জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেন তুরাগ নদীর ওপর টঙ্গী রেল ব্রিজ পাড় হওয়ার সময় পেছনের দিকের একটি বগির ছয়টি চাকা রেল ব্রিজের ওপর লাইনচ্যুত হয়। পরে সামনে থাকা ইঞ্জিন ও বগিগুলো কেটে টঙ্গী স্টেশনে রাখা হয়েছে। লাইনচ্যুত বগিসহ অন্য দুই বগি এখনও রেল ব্রিজের ওপরেই রয়েছে। দুর্ঘটনাস্থলটি যেহেতু সেতুর ওপর তাই বগি উদ্ধারে কিছুটা ঝুঁকি রয়েছে। রেলওয়ের উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলে এসে পৌঁছেছেন।

তিনি আরও জানান, মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতীয় প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ নৌবাহিনী সাজোয়া যান, ট্যাঙ্কার, রকেট লাঞ্চার, নৌকা, জাহাজসহ কিছু প্রদর্শনীর জন্য আনা কিছু ডামি চট্টগ্রাম নিয়ে যাওয়া হচ্ছিল। সেগুলো ট্রেনযোগে চট্টগ্রামে ফিরিয়ে নেওয়ার পথেই টঙ্গীর তুরাগ নদীর রেল সেতুতে বগি লাইনচ্যুত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *