পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনার টিকা নেয়ার সর্বনিম্ন বয়সসীমা ২৫ বছর নির্ধারণ করেছে সরকার। আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) টিকার সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে গিয়ে এমনটি দেখা যায়। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি কর্তৃপক্ষ।
অ্যাপে টিকার নিবন্ধন করতে গেলে ভেসে উঠছে, টিকা নেয়ার বয়সসীমা ২৫ বছর ও তদূর্ধ্ব করা হয়েছে। এর ফলে এখন টিকা নিতে পারবেন ২৫ বছর বা তার বেশি যেকোনো বয়সী বাংলাদেশি। তারা যেকোনো সময় মোবাইলের মাধ্যমে এই সুরক্ষা অ্যাপে গিয়ে টিকার জন্য আবেদন করতে পারছেন।
চলতি বছরের গত ৭ ফেব্রুয়ারি গণটিকাদান কার্যক্রম শুরু হয়। পরদিন টিকা দেয়ার ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর নির্ধারণ করার কথা জানায় সরকার। এরপর ধীরে ধীরে বয়সসীমা কমানো হচ্ছে, যেটি টিকাদান কার্যক্রম শুরুর আগে প্রথমে ৫৫ বছর অনুমোদন করা হয়েছিল।
এদিকে, করোনার টিকাদান কর্মসূচি স্থবির হয়ে পড়ার পর ফের তা জোরদার করার কথা জানিয়েছে সরকার। এর অংশ হিসেবে আগামী ৭ আগস্ট থেকে ইউনিয়ন পরিষদের (ইউপি) কেন্দ্রে দেয়া হবে টিকা। এ ক্ষেত্রে আগাম নিবন্ধনের প্রয়োজন পড়বে না, জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড) দেখালেই চলবে।