৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ১৯শে জিলকদ, ১৪৪৪ হিজরি

টিকেট ছাড়া প্রবেশ করা যাবে না রেলস্টেশনে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : এবারের ঈদযাত্রায় রেলস্টেশনে টিকেট ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

রবিবার (১৬ এপ্রিল) দুপুরে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে রেলমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, “টিকেটবিহীন তথাকথিত যাত্রীদের আর ট্রেন ভ্রমণের সুযোগ নেই। প্রত্যেক যাত্রীকে টিকেট দেখিয়ে স্টেশনে প্রবেশের অনুমতি দেওয়া হবে।”

সোমবার থেকে ঈদযাত্রার ট্রেন চলাচল শুরু হবে। এবারের ঈদযাত্রার শতভাগ টিকেট অনলাইনে বিক্রি হয়েছে।

রেলমন্ত্রী নূরুল ইসলাম বলেন, “আমাদের শতভাগ প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবারই প্রথমবারের মতো শতভাগ অনলাইন মাধ্যমে টিকেট বিক্রি করা হয়েছে। যাত্রীরা টিকেট প্রদর্শন করেই স্টেশনে প্রবেশ করতে পারবেন।”

টিকেটবিহীন যাত্রী প্রবেশ বন্ধে ঢাকামুখী ট্রেনগুলো এবার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে থামবে না বলেও জানান রেলমন্ত্রী।

যাত্রার দিনে স্ট্যান্ডিং টিকেট দেওয়া হবে জানিয়ে রেলমন্ত্রী বলেন, “প্রতিদিন আন্তঃনগর ট্রেনে আসন ও স্ট্যান্ডিং টিকেট মিলে প্রায় ৪৫ হাজার যাত্রী ঢাকা ছাড়বেন।”

ঈদযাত্রা সহজ করতে রেলওয়ে কর্মচারীদের ঈদের ছুটি থাকবে না জানিয়ে তিনি বলেন, “যাত্রীদের ঈদযাত্রা নিরাপদ করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। ঈদের ছুটি মানুষ যেন আনন্দে পরিবারের সঙ্গে কাটাতে পারে এজন্য রেলওয়ে কর্মচারীদের ছুটি থাকবে না। যাত্রীদের ঈদযাত্রা আনন্দদায়ক করতে ঈদের ছুটি রেলের কর্মচারীরা ভোগ করতে পারেন না।”

এ সময় রেলের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২৩ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com