টিস্যু না রুমাল

টিস্যু না রুমাল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: প্রথম শতাব্দীতে, রোমানরা ঘাম মুছতে বা মুখ ও মুখ ঢেকে রাখতে সুডারিয়াম (ঘাম মুছতে ব্যবহৃত কাপড়ের ল্যাটিন নাম) ব্যবহার করত, সেখান থেকেই রুমাল এসেছে। তবে সময়ের সঙ্গে-সঙ্গে রুমাল ব্যবহারের পদ্ধতিতেও পরিবর্তন এসেছে। এখন সেই জায়গা দখল করে নিয়েছে টিস্যু। টিস্যু এবং রুমাল দুটিই ছোট জিনিসি, কিন্তু নিত্য ব্যবহারের পণ্য। বেশিরভাগ হাসপাতাল, রেস্টুরেন্ট এবং অফিসে টিস্যু ব্যবহৃত হয়। আজকাল মানুষ ঘরেও টিস্যু ব্যবহার করতে শুরু করেছে। রুমাল পকেটে বা হ্যান্ডব্যাগে সহজেই ফিট হয় যাতে যে কোনও সময় এটি সহজেই ব্যবহার করা যায়।

দ্বিতীয় শতাব্দীতে চীনে কাগজের টিস্যু তৈরি করা হয়েছিল ব। এখন যে টিস্যু ব্যবহার করা হয় তা তৈরি করা হয়েছিল ১০০ বছরেরও বেশি আগে। তবে রুমালে হাজার-হাজার জীবাণু থেকে যায় বলেই মনে করেন বিশেষজ্ঞরা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *