টেকনাফে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন মাওলানা মাকনুন

টেকনাফে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন মাওলানা মাকনুন

আবদুল্লাহ শাকির ● অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে না। আর গাছ আমাদের দেয় সেই অক্সিজেন। আশ্রয় দেয় নিজের ডালপালা মেলে। নাইট্রোজেনের প্রভাব সে কেড়ে নেয়। প্রকৃতির নয়া আবহ ছড়িয়ে দেয়ার জন্য বাংলাদেশ জমিয়তুল উলামার নিয়মিত কর্মসূচি হিসেবে বৃক্ষরোপণ উদ্বোধন করেছেন বিশ্বখ্যাত আলেম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ তনয় বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সেক্রেটারী জেনারেল মাওলানা সদরুদ্দীন মাকনুন। তিনি বলেন, গাছ আমাদের ছায়া দেয়। বাঁচতে সহায়তা করে। এই কক্সবাজারে রোহিঙ্গ আগমনের কারণে বহু গাছ কাটা পড়েছে। সমাজের প্রয়োজনেই আমরা এ জন্য গাছ লাগানোর কর্মসূচি হাতে নিয়েছি।

রোহিঙ্গা শিবিরে সেবাদানে অবস্থানরত সবার প্রতি আহ্বান জানিয়ে মাওলানা মাকনুন বলেন, আপনারাও গাছ লাগান। শূন্য এই পাহাড়ের পাদদেশ বৃক্ষের ছায়া পড়ুক। মানুষের স্বাস্থ্যগত উন্নতি হবে।
সোমবার মসজিদ সেড ও বাথরুম বানাতে গিয়ে উখিয়া ও টেকনাফে এই বৃক্ষ রোপণ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ জমিয়তুল উলামা ৷

মাওলানা মাকনুন বলেন, ছোট্ট একটা ভালো কাজের সূচনা যদি আমরা করতে পারি এটা সমুদ্র অতল গড়ে তোলার মতো ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *