টেক্সাসে গির্জার বাস দুর্ঘটনায় নিহত ১৩

টেক্সাসে গির্জার বাস দুর্ঘটনায় নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক ●যুক্তরাষ্ট্রের টেক্সাসের পাহাড়ি এলাকায় গির্জাগামী একটি মিনিবাসের সঙ্গে অপর এক পিকআপের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। কর্মকর্তারা জানান, বুধবার স্থানীয় সময় দুপুর ১২ টায় সান অ্যান্টেনিও শহরের ১২০ কিলোমিটার পশ্চিমে গার্নার স্টেট পার্ক সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। টেক্সাসের জননিরাপত্তা বিভাগের কর্মকর্তা সার্জেন্ট কোনার্ড হেইন জানিয়েছেন, ভয়াবহ এ দুর্ঘটনায় আরো দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছে।

‘এটি সত্যিই এক বিভীষিকাময় দৃশ্যের সৃষ্টি করেছে’ জানিয়ে অরলান্ডো জননিরাপত্তা বিভাগের আরেক কর্মী সাংবাদিকদের বলেন, দুর্ঘটনায় বাসের চালকসহ ঘটনাস্থলেই আরো ১২ জন নিহত হয়। এছাড়া অপর এক ব্যক্তি ৭৫ কিলোমিটার দূরের সান এন্তোনিও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তবে তাৎক্ষনিকভাবে দুর্ঘটনার কারণ জানা না গেলেও সংশ্লিষ্ট পক্ষ থেকে বলা হয়েছে, বাসটিতে টেক্সাসের ফার্স্ট ব্যাপ্টিস্ট গির্জার ১৪ জন বয়স্ক লোক ছিলেন। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সিএনএন।

patheo24/mr

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *