২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ৮ই জিলকদ, ১৪৪৪ হিজরি

টেক্সাসে বন্দুক হামলায় নিহত ৯, এ বছরেই ১৯৮টি!

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের ডালাসের কাছে একটি শপিমলে বন্দুক হামলায় ৯ জন (হামলাকারীসহ) নিহত ও সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে শিশুও রয়েছে। গতকাল শনিবার রাতে ‘অ্যালেন প্রিমিয়াম আউটলেটে‘ এই হামলা হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন। ঘটনাস্থলে বন্দুকধারীর মৃতদেহ পাওয়া গেছে। বন্দুক সহিংসতা আর্কাইভ অনুসারে, এ বছর ১৯৮টি হামলার ঘটনা ঘটেছে। সিএনএন, টিআরটি ওয়ার্ল্ড।

টেক্সাসের অ্যালেনের ফায়ার চিফ জোনাথন বয়েড জানিয়েছেন, অন্তত ৯ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে, যাদের মধ্যে দুজন মারা গেছে। তিনজনের গুরুতর অস্ত্রোপচার করা হয়েছে। চারজনের অবস্থা স্থিতিশীল। ডালাস এলাকার একটি মেডিকেল গ্রুপ জানিয়েছে, তারা ৫ বছরের কম বয়সী গুলিবিদ্ধদের চিকিৎসা করেছে। জরুরি কর্মকর্তারা বন্দুকধারীসহ ৯ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শহরের পুলিশ প্রধান ব্রায়ান হার্ভে এক সংবাদ সম্মেলনে বলেন, হামলা শুরু করার পরে একজন পুলিশ অফিসার বন্দুকধারীকে হত্যা করে। সিএনএন জানিয়েছে, পুলিশ মলের দোকানে চিরুনি অভিযান চালিয়েছে। ড্রোন ভিডিওতে দেখা গেছে, ক্রেতারা এবং দোকানের কর্মচারীরা পার্কিং লটে ছোটাছুটি করছেন।

স্থানীয় মিডিয়ার ভিডিও ফুটেজে দেখা গেছে, পুলিশ কর্মকর্তারা মল থেকে ক্রেতাদের তাড়াহুড়ো করে বের করে দিচ্ছেন। স্কোয়াড গাড়ি এবং জরুরি যানবাহন প্রবেশপথের কাছে পার্ক করা হয়েছে। মলের বাইরে ফুটপাতে রক্ত দেখা গেছে এবং লাশগুলো সাদা চাদরে ঢেকে রাখা হয়।

অনলাইনে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, এক বন্দুকধারী মলের বাইরে গাড়ি থেকে নেমে আসে এবং ফুটপাতে থাকা লোকজনের ওপর গুলি চালাতে শুরু করে। এ সময় তিন ডজনেরও বেশি গুলির শব্দ শোনা যায়। শপিংমলে থাকা প্রত্যক্ষদর্শীরা এপিকে বলেন, তারা আক্রান্তদের মধ্যে কয়েকজন শিশুকে দেখেছেন। একজন পুলিশ অফিসার ও এক নিরাপত্তা প্রহরী মাটিতে পড়ে ছিল।

হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেনকে গুলি চালানোর বিষয়ে ব্রিফ করা হয়েছে এবং প্রশাসন স্থানীয় কর্মকর্তাদের সহায়তার প্রস্তাব দিয়েছে। আগ্নেয়াস্ত্রের বিধিনিষেধ শিথিল করার আইনে স্বাক্ষরকারী রিপাবলিকান নেতা টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট এ ঘটনাকে ‘অবর্ণনীয় ট্র্যাজেডি‘ বলে অভিহিত করেছেন।

খবরে বলা হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রে যে কোনো উন্নত দেশের তুলনায় বন্দুক হামলায় মৃত্যুর হার বেশি। ২০২১ সালে দেশটিতে বন্দুক হামলায় নিহত হয় ৪৯ হাজার, যা আগের বছর ছিল ৪৫ হাজার।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২৩ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com