ট্যুরিস্ট ভিসায় গিয়ে ‘ধর্ম প্রচার’, আসামে গ্রেপ্তার ১৭ বাংলাদেশি

ট্যুরিস্ট ভিসায় গিয়ে ‘ধর্ম প্রচার’, আসামে গ্রেপ্তার ১৭ বাংলাদেশি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ট্যুরিস্ট ভিসায় ভারতে গিয়ে ধর্মের প্রচার করায় নিয়ম লঙ্ঘনের অভিযোগে আসামে ১৭ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৭ সেপ্টেমবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আসামের বিশ্বনাথ জেলার গিংগিয়া অঞ্চলের প্রত্যন্ত বাঘমারি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আসামে যাওয়ার আগে তারা রাজস্থানের আজমির শরিফ পরিদর্শন করেছেন।

সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা জানিয়েছে, ওই দলের নেতৃত্বে আছেন সৈয়দ আশরাফুল আলম নামে এক ব্যক্তি। আমরা তাকে গত আগস্টেও ধর্মীয় প্রচারের বিরুদ্ধে সতর্ক করেছিলাম। কেননা ট্যুরিস্ট ভিসায় এই ধরনের কর্মকাণ্ড করার সুযোগ নেই।

বিশ্বনাথের পুলিশ সুপার নবীন সিং বলেছেন, “বাগমারি এলাকা পর্যটন এলাকা নয়। তাই আমরা জানতে চেয়েছিলাম কেন তারা এখানে এসেছে। তারা একটি নির্দিষ্ট সম্প্রদায়ের সদস্য। যারা তাদের ধর্মীয় প্রচারের সঙ্গে যুক্ত ছিল তাদের বিবরণও যাচাই করেছি।”

তবে অভিযোগ অস্বীকার করে দলটির নেতা আশরাফুল বলেছেন, “ওই এলাকায় তাদের আত্মীয়স্বজন রয়েছে এবং তারা তাদের বাড়িতে বেড়াতে গেছেন।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *