২৮শে মে, ২০২২ খ্রিস্টাব্দ , ১৪ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ , ২৬শে শাওয়াল, ১৪৪৩ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : লোহাগাড়ার আধুনগর এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মালবাহী ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো একজন।
সোমবার (২১ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়। দোহাজারী হাইওয়ে থানার ওসি সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চত করেছেন।
ওসি সিরাজুল ইসলাম বলেন, মহাসড়কে মালবাহী ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চারজন মারা গেছেন এবং একজন গুরতর আহত হয়েছেন। নিহত ৪ জনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম হারুনুর রশিদ। তিনি প্রিমিয়ার ইউনিভার্সিটির ছাত্র এবং আমিরাবাদ ইউনিয়নের বাসিন্দা।