ডাচ-বাংলা ব্যাংকের সোয়া ১১ কোটি টাকা ছিনতাই

ডাচ-বাংলা ব্যাংকের সোয়া ১১ কোটি টাকা ছিনতাই

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : অস্ত্রের মুখে জিম্মি করে ডাচ-বাংলা ব্যাংকের সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। ৯ মার্চ, বৃহস্পতিবার দুপুরে রাজধানীর উত্তরায় ছিনতাইকারীদের কবলে পড়ে সিকিউরিটি কোম্পানির গাড়ি। তাদের কাছ থেকে টাকাগুলো ছিনতাই হয়।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার বলেন, ডাচ-বাংলা ব্যাংকের সাভার ইপিজেড বুথে রাখার জন্য সিকিউরিটি কোম্পানির একটি গাড়িতে করে টাকা নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু উত্তরা ১১ নম্বর সেক্টরের ব্রিজের পাশে পৌঁছালে অস্ত্রের মুখে গাড়িটিকে জিম্মি করে ছিনতাইকারীরা। এসময় তাদের কাছ থেকে ১১ কোটি পঁচিশ লাখ টাকা ছিনতাই করা হয়েছে বলে আমরা অভিযোগ পেয়েছি।

এখন এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থলের সিসি ক্যামেরা পর্যালোচনা করে দেখা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করতে সব রকম চেষ্টা করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *