৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ১৯শে জিলকদ, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) প্রধান ডিএমপি কমিশনারের স্টাফ অফিসারসহ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
রোববার (২২ জানুয়ারি) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।
বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এ.জে.এস.এম রাশেদ-উল- হাসানকে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে, ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আশিক হাসানকে ডিএমপি কমিশনারের স্টাফ অফিসার এবং কমিশনারের স্টাফ অফিসার মান্না দেকে মিরপুরের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) দক্ষিণ বিভাগে বদলি করা হয়েছে।
আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।