ডিএমপির পাঁচ কর্মকর্তাকে বদলি

ডিএমপির পাঁচ কর্মকর্তাকে বদলি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে রয়েছেন নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার একজন, সশস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার একজন এবং শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক পদমর্যাদার তিনজন কর্মকর্তা।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত অফিস আদেশে তাদের বদলি করা হয়।

ডিএমপি হেডকোয়ার্টার্সের এক আদেশে লাইনওআরের নিরস্ত্র পুলিশ পরিদর্শক এস এম আবু ফরহাদকে গোয়েন্দা-মতিঝিল বিভাগে বদলি করা হয়েছে।

অপর এক আদেশে লাইনওআরের সশস্ত্র পুলিশ পরিদর্শক মো. শহিদুল ইসলামকে বদলি করা হয়েছে পিওএম-উত্তর বিভাগে।

একইদিন পৃথক আরেক আদেশে ট্রাফিক-রমনা বিভাগের শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মোহাম্মদ তারিকুল আলমকে ট্রাফিক কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে বদলি করা হয়েছে। এছাড়াও পরিবহন বিভাগের শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক জয়নাল আবেদীনকে ট্রাফিক-রমনা বিভাগে ও লাইনওআরের শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মো. মশিউর রহমানকে ট্রাফিক-মিরপুর বিভাগে বদলি করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *