১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ২০শে জিলকদ, ১৪৪৪ হিজরি

ডিএমপির ৭ কর্মকর্তাকে বদলি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিরস্ত্র পুলিশ পরিদর্শক, শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক এবং সশস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার সাতজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (৯ মে) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগ থেকে জানানো হয়, গতকাল সোমবার ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত তিনটি পৃথক অফিস আদেশে এ বদলি করা হয়।

বদলি পুলিশ কর্মকর্তারা হলেন- লাইনওয়ারের পুলিশ পরিদর্শক মো. মাহমুদ হাসানকে ডিবি-গুলশানেল বিভাগে, লাইনওয়ারের পুলিশ পরিদর্শক মো. কামরুজ্জামানকে ভাষানটেক থানায় অপারেশন, বিমানবন্দর থানার অপারেশন মো. শফিকুল ইসলামকে হাতিরঝিল থানায় তদন্ত, ভাষানটেক থানার অপারেশন মো. খোরশেদ আলম, পরিদর্শক মো. মাহমুদুর রহমানকে ট্রাফিক-ওয়ারী বিভাগে, পরিদর্শক মো. সিরাজুল ইসলামকে পিআই-দক্ষিণখানে ও পরিদর্শক মো. কামাল হোসেন সিকদারকে ডিএমপির প্রটেকশন বিভাগে বদলি করা হয়েছে।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২৩ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com