২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ৮ই জিলকদ, ১৪৪৪ হিজরি

ডিএমপির ৮ পুলিশ পরিদর্শককে বদলি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৮ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক সই করা দুটি পৃথক অফিস আদেশে এ বদলি করা হয়।

বদলিকৃত কর্মকর্তারা হলেন- ডিবি রমনা বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম ডিএমপির লাইনওআর বিভাগে ও ডিবি রমনা বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মুহাম্মদ হাবিবুর রহমানকে শাহআলী থানার ইন্সপেক্টর (অপারেশন) হিসেবে বদলি করা হয়েছে।

পৃথক আদেশে ডিএমপির মিরপুর বিভাগের শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক(পিআই) হারুন উর রশিদকে মিরপুর ট্রাফিক বিভাগে, ডিএমপির (লাইনওআর) শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মো. সোয়াইবুল ইসলামকে মিরপুর ট্রাফিক বিভাগে, ডিএমপির (লাইনওআর) শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মো. জলিল মিয়াকে ডিএমপির প্রকিউরমেন্ট ও ওয়ার্কশপ বিভাগে, মো. জিন্নাত আলীকে ডিএমপির লালবাগ বিভাগের শহর ও যানবাহন পুলিশের (চকবাজার) পরিদর্শক (পিআই) হিসেবে, ট্রাফিক মিরপুর বিভাগের শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক সাজেদুল ইসলামকে মতিঝিল বিভাগের সবুজবাগ জোনের পিআই হিসেবে এবং ডিএমপির প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগের শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মুনীর আহম্মদকে ট্রাফিক ওয়ারী বিভাগের বদলি করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২৩ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com