‘ডিজিটাল নিরাপত্তা আইন কোনো মতেই বাতিল করা যায় না’

‘ডিজিটাল নিরাপত্তা আইন কোনো মতেই বাতিল করা যায় না’

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ডিজিটাল নিরাপত্তা আইন কোনো মতেই বাতিল করা যায় না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, “সাইবার ক্রাইম প্রতিরোধ করার জন্য ডিজিটাল নিরাপত্তা আইন অত্যন্ত প্রয়োজনীয়। এ আইন কোনো মতেই বাতিল করা যায় না।”

রবিবার (২ এপ্রিল) সচিবালয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহারের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আইনমন্ত্রী বলেন, “সেটা তো আমরা দেখছিই।”

তিনি বলেন, “আইজিপির সঙ্গে প্রতিনিয়ত মামলা-মোকদ্দমা নিয়ে আলোচনা হয়। অনেক মামলা, সেগুলো যাতে আদালতে দ্রুত নিষ্পত্তি হয়, সেসব জটিলতা নিয়ে আমরা আলাপ-আলোচনা করি। মামলার জট কমানোর জন্য আলাপ-আলোচনা করি। সেই আলোচনার জন্য তিনি এসেছিলেন। এতটুকুই হয়েছে।”

জেলে থাকা প্রথম আলোর সাংবাদিকের বিষয়ে আইজিপির সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি-না জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, “আপনারা খুব ভালো করেই জানেন, আমি বিচারাধীন বিষয়ে কারও সঙ্গে আলোচনা করি না। এটা আদালতের ব্যাপার, আদালত যে পদক্ষেপ নেবে, সেটাই আমাদের মানতে হবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *