পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ডিসেম্বরের প্রথম ২২ দিনে ব্যাংকগুলো ১.৫৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স পেয়েছে, যা গত বছরের ডিসেম্বরের একই সময়ে ছিল ১.২৯ বিলিয়ন ডলার। এ হিসেবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে প্রায় ২২%।
ব্যাংক কর্মকর্তারা বলছেন, এ প্রবণতা অব্যাহত থাকলে ডিসেম্বরের শেষ নাগাদ রেমিট্যান্স প্রবাহ দুই বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। রেমিট্যান্স প্রবাহ বাড়াতে বেশ কয়েকটি পদক্ষেপের কারণে রেমিট্যান্স বেড়েছে।
তবে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, এ অর্থবছরের জুলাই থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ৯.৬৬ বিলিয়ন ডলার, যেখানে গত অর্থবছরের একই সময় শেষে রেমিট্যান্সের পরিমাণ ছিল ১০ বিলিয়ন ডলারের বেশি। এ হিসেবে মোট রেমিট্যান্স প্রবাহ আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪.১৯% কমেছে।
অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী, রেমিট্যান্স সংগ্রহের জন্য ব্যাংকগুলো ডলারের সর্বোচ্চ দাম ১০৯ টাকা ৫০ পয়সা দেবে। এর বাইরে ব্যাংকগুলো নিজস্ব তহবিল থেকে ২.৫% প্রণোদনা দিতে পারে। সে হিসেবে ব্যাংকগুলো রেমিট্যান্সের ডলারের দাম সর্বোচ্চ ১১২ টাকা ২৪ পয়সা পর্যন্ত দিতে পারে।