ডিসেম্বরের ৫ তারিখে আসছে ওয়ান প্লাস ১২

ডিসেম্বরের ৫ তারিখে আসছে ওয়ান প্লাস ১২

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: এ বছরের ডিসেম্বরে ওয়ান প্লাসের ১০ বছর পূর্ণ হতে যাচ্ছে। এই উপলক্ষে চীনের শেনজেনে ৫ ডিসেম্বর আঞ্চলিক সময় আড়াইটায় উন্মোচন হতে যাচ্ছে ব্র্যান্ডটির নতুন ফ্ল্যাগশিপ ফোন। সম্প্রতি ব্র্যান্ডটির চীনা ওয়েবসাইটে ওয়ান প্লাস ১২-এর উন্মোচনের তথ্য প্রকাশ করে। এটি দেখতে অনেকটা আগের সংস্করণের মতো। এতে রয়েছে গ্লোসি হোয়াইট এবং ক্লাসিক মেট ব্ল্যাক অপশন। আবার আপডেটেড সবুজ ডিজাইনটি দেখতে অনেকটা ম্যাট মার্বেলের মতো।

ইয়াহু টেক এইচকে-এর সূত্র অনুযায়ী ওয়ান প্লাস ইতোমধ্যেই কিছু কি স্পেশিফিকেশন প্রকাশ করেছে। এর মধ্যে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর। রয়েছে সনি এলওয়াইটি-৮০৮ সেন্সর যা ব্যবহার করা হবে ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং ৬৪ মেগাপিক্সেল, ৩এক্স পেরিস্কোপিক টেলিফটো ক্যামেরাতে। সবগুলোতেই থাকবে হেসেলব্লাড-এর মেজিক্যাল টাচ। আরও আছে ২কে ডিসপ্লে প্যানেল, আইকনিক অ্যালার্ট স্লাইডার, ওয়্যারলেস চার্জিং, ইনফ্রারেড রিমোট এন্ড টাচ অপটিমাইজেশন আন্ডার রেইনফল। এছাড়ও এইস ২ প্রো থেকে নেওয়া কিছু ফিচার।

ওয়ান প্লাস এনগেজেটকে জানায়, ডিসেম্বরের ৫ তারিখে এটি শুধু চীনে উন্মোচিত হলেও একই মাসের ১৫ তারিখে ফোনটি বিশ্বব্যাপী উন্মোচিত করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *