ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ২,৬০৯

ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ২,৬০৯

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ১,১৯০ জনের মৃত্যু হলো।

মঙ্গলবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আরও ২,৬০৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৫৬১ জন ঢাকার এবং ঢাকার বাইরে ২,০৪৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৮,২২৪ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই ২,৪১০ জন। আর বাকি ৫,৮১৪ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।

স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সরকারি পরিসংখ্যান গত ২৪ বছরের সব রেকর্ড ভেঙে দিয়েছে।

এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২,৪৪,৬৯৮ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ২,৩৫,২৮৪ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *