পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮৭২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এটি এই বছর একদিনে সর্বাধিক রোগী। এই সময়ের মধ্যে মারা গেছেন ৫ জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১১৩ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ হাজার ২১৩ জন।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ২০৪ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। যার মধ্যে ঢাকায় ১ হাজার ৩৯৯ জন, বাকি ৮০৫ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে।