২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ , ২৯শে শাবান, ১৪৪৪ হিজরি

ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৭ জন হাসপাতালে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগী ১৪ জন এবং ঢাকার বাইরে ১৩ জন। তবে এ সময়ে ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি।

শনিবার (৭ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি রোগী ২০২ জন। এর মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগী ৯৪ জন। অন্যান্য বিভাগে ভর্তি রোগী ১০৮ জন।

১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত মোট ভর্তি রোগী ২৪২ জন। এর মধ্যে ঢাকায় মোট ভর্তি রোগী ১২৩ জন। ঢাকার বাইরে ভর্তি রোগী ১১৯ জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে কোনো রোগীর মৃত্যু হয়নি।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২২ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com