ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, এগিয়ে মেয়েরা

ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, এগিয়ে মেয়েরা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ২০২১-২২ শিক্ষাবর্ষের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৩৯,৩৯৫ জন, পাশের হার ৫৯.৭৭%।

রবিবার (২৪ এপ্রিল) দুপুর ২টায় ঢাকার মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের পুরাতন ভবনে আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান।

ডা. মাহমুদ হাসান জানান, এবারের ডেন্টাল ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৫৩,০৮২ জন। পরীক্ষায় পাশ করেছেন ৩৯৩৯৫ জন। পরীক্ষায় পাশের হার ৫৯.৭৭%।

ডেন্টাল ভর্তি পরীক্ষার ফলাফলে ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা। উত্তীর্ণদের মধ্যে মেয়েদের সংখ্যা ২৫,৬৪৬ জন, শতকরা হিসেবে যা ৫২.৮৪%। অন্যদিকে, ছেলেদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৩,৭৪৯ জন।

এছাড়া, সরকারি ডেন্টাল কলেজে সুযোগ পাওয়া ছেলের সংখ্যা ২৫৭ জন (৪৭.১৬%) এবং মেয়ের সংখ্যা ২৮৮ জন (৫২.৮৪%)।

নাসরিন সুলতানা ইভা নামে এক শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ ৯৪.৫ নম্বর পেয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ ৯১.৭৫ নম্বর পেয়েছেন এক ছেলে শিক্ষার্থী। মুক্তিযোদ্ধা কোটায় সরকারি ডেন্টাল কলেজে সুযোগপ্রাপ্ত সর্বোচ্চ নম্বর ২৮৫ এবং সর্বনিম্ন নম্বর ২৭৯.৫। উপজাতী কোটায় সর্বোচ্চ ২৮২ এবং সর্বনিম্ন নম্বর ২৬৪.৭৫।

শুক্রবার (২২ এপ্রিল) ১২টি কেন্দ্রের ২৬টি ভেন্যুতে ৬৫,৯০৭ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেন। সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজে আসন সংখ্যা ১,৯৫০টি। সরকারি ডেন্টাল কলেজে আসন ৫৪৫টি আর বেসরকারি ডেন্টাল কলেজগুলোতে আসন সংখ্যা ১,৪০৫টি। সরকারি ডেন্টালে প্রতিটি আসনের বিপরীতে ১২১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *