২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ৮ই জিলকদ, ১৪৪৪ হিজরি
রাশিয়াকে প্রাণঘাতী ড্রোন সরবরাহ বন্ধে ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ‘ইতিহাসের অন্ধকার পক্ষকে’ সমর্থন দেওয়া থেকে ইরানকে সরে আসতে হবে।
গত বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। অভিযোগ আছে যুদ্ধে রাশিয়াকে শাহেদ-১৩৬ ড্রোন সরবরাহ করছে ইরান।
প্রাণঘাতী এই ড্রোনের সাহায্যে ইউক্রেনের শহর ও অবকাঠামোগুলো ব্যাপক হামলা চালাচ্ছে মস্কো। যদিও জেলেনস্কি বলেছেন, কিয়েভের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার কাছে হার মানছে এসব ড্রোন।
জেলেনস্কি বুধবার ইরানকে উদ্দেশ করে ভিডিও ভাষণে বলেন, ‘রুশ সন্ত্রাসীদের সহযোগী হতে আপনাদের আগ্রহ কেন? এ ধরনের নিষ্ঠুর হত্যাকাণ্ডে ইরানের কী লাভ? রাশিয়ার হাতে আপনাদের অস্ত্র। এই অস্ত্র প্রতি রাতে ইউক্রেনকে আতঙ্কিত করে’।
এদিকে চলতি মাসে ক্রেমলিনে ড্রোন হামলাটি ইউক্রেনের একটি বিশেষ সামরিক বা গোয়েন্দা ইউনিট চালিয়েছেল বলে মনে করছেন মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। হামলাটিকে ইউক্রেনের গোপন অভিযানের অংশ বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।
ইউক্রেন এই হামলার মাধ্যমে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ ক্রেমলিনের। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাৎক্ষণিকভাবে ইউক্রেনের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন।
সূত্র: আল জাজিরা