১০ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ , ২৬শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ , ১১ই মহর্রম, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিদ্যুৎ সংকট মোকাবিলায় আজও সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় লোডশেডিং হবে। সরকারের ঘোষণা অনুযায়ী ১৯ জুলাই থেকে দেশজুড়ে এলাকাভিত্তিক লোডশেডিং শুরু হয়।
আজ শনিবার (৩০ জুলাই) কোথায়, কখন লোডশেডিং হবে, তার তালিকা দিয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)।
সংস্থা দুটি আজ লোডশেডিং শুরু করবে সকাল ১০টায়। এটি চলবে রাত ১০টা পর্যন্ত।
নিচের লিংকে ডিপিডিসি ও ডেসকোর আজকের লোডশেডিংয়ের এলাকাভিত্তিক তালিকা রয়েছে।
→ ডিপিডিসির সম্ভাব্য লোডশেডিংয়ের তালিকা → ডেসকোর সম্ভাব্য লোডশেডিংয়ের তালিকা