পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আলে সউদ ১৬ মার্চ দুই দেশের মধ্যে প্রথম আনুষ্ঠানিক রাজনৈতিক সংলাপের জন্য ঢাকা আসছেন। বুধবার (২ মার্চ) সৌদি দূতাবাসে দেশেটির রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আদ দাহিলান এ কথা জানান।
রাষ্ট্রদূত বলেন, দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হবে এবং সম্পর্কের সব বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।
দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক সব কিছুতে দুই দেশের মধ্যে ঐকমত্য রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
বাংলাদেশে সৌদি বিনিয়োগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সৌদি বড় কোম্পানিগুলো বাংলাদেশে আসতে চায়, কিন্তু কোভিড-সংকট ও সরকারের কিছু নিয়মের জন্য দেরি হচ্ছে।
বিনিয়োগের বিষয়ে উভয়দেশ আগ্রহী জানিয়ে তিনি বলেন, নিকট ভবিষ্যতে ২৩টি বড় কোম্পানি একসঙ্গে বাংলাদেশে আসবে বলে আশা করা হচ্ছে।
গতমাসে সৌদি শিল্প মন্ত্রণালয় এবং বাংলাদেশের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের মধ্যে ভার্চুয়াল মিটিং হয়েছে এবং সেখানে বিনিয়োগ নিয়ে বড় ধরণের আলোচনা হয়েছে বলে তিনি জানান।
রাষ্ট্রদূত বলেন, ‘আশা করি, আগামী কয়েক মাসের ভেতরে আমরা বড় ধরণের অগ্রগতি দেখতে পাবো।’