ঢাকায় এসেছে চীনের উপহারের আরও ১০ লাখ করোনা টিকা

ঢাকায় এসেছে চীনের উপহারের আরও ১০ লাখ করোনা টিকা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে এসেছে চীনের উপহারের আরও ১০ লাখ ডোজ করোনা টিকা। শুক্রবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে বিমান বাংলাদেশ এয়ার লাইসেন্সের একটি বিশেষ ফ্লাইট টিকা নিয়ে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।

শুক্রবার (১৩ আগস্ট) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামীকাল শনিবার (১৪ আগস্ট) সকাল ১০টায় বিমানের আরেকটি ফ্লাইট চীনের তিয়ানজিন বিনহাই আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাবে। চীন থেকে কোভিড টিকা নিয়ে ফিরতি ফ্লাইটটি বাংলাদেশ সময় শনিবার
(১৪ আগস্ট) রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

আন্তর্জাতিক এভিয়েশন নীতিমালা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুরক্ষানীতি যথাযথভাবে অনুসরণ করে করোনা মহামারিকালে সাশ্রয়ী খরচে টিকা, ভেন্টিলেটর ও অন্যান্য সুরক্ষাসামগ্রী পরিবহন করছে বিমান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *