৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ৯ই জিলকদ, ১৪৪৪ হিজরি

ঢাকায় হজযাত্রীদের শতভাগ ইমিগ্রেশনের প্রস্তু‌তি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : হজযাত্রীদের শতভাগ ইমিগ্রেশন ঢাকায় করার প্রস্তুতির কথা জা‌নি‌য়ে‌ছেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান।

মঙ্গলবার (৯ মে) সৌদি বাদশার পক্ষ থেকে ৭৫ টন খেজুর উপহার হস্তান্তর অনুষ্ঠান শে‌ষে সাংবা‌দিক‌দের মু‌খোমু‌খি হ‌য়ে এ তথ‌্য জানান রাষ্ট্রদূত।

সৌ‌দি রাষ্ট্রদূত ব‌লেন, হজযাত্রীদের শতভাগ ইমিগ্রেশন ঢাকায় করার প্রস্তুতি নেওয়া হয়েছে। এ লক্ষ্যে আগামীকাল বুধবার সৌদির একটি প্রতিনিধি দল ঢাকায় আসছে। হজফ্লাইট শুরুর আগেই সব হজযাত্রীদের ভিসা সম্পন্ন হবে বলে প্রত্যাশা ব‌্যক্ত ক‌রেন দুহাইলান।

সুদান থে‌কে বাংলা‌দে‌শি‌দের ফেরা‌নো নি‌য়ে এক প্রশ্নের জবা‌বে রাষ্ট্রদূত ব‌লেন, ৫৫১ জন বাংলাদেশিকে পোর্ট সুদান থেকে ফিরিয়ে আনতে সৌদি আরব সহযোগিতা করছে।

অনুষ্ঠা‌নে মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধায়ক বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ বাংলাদেশকে ৭৫ টন খেজুর উপহার দি‌য়ে‌ছেন, যা হস্তান্তর করা হ‌য়ে‌ছে। রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া অনুবিভাগের মহাপরিচালক শফিকুর রহমানের নিকট এসব খেজুর হস্তান্তর করেন। এসব খেজুর প্রান্তিক মানুষের মাঝে বিতরণ করা হবে।

রাষ্ট্রদূত ব‌লেন, সারা বিশ্বে সৌদি বাদশা সালমানের ২৫ হাজার প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এছাড়া বাংলাদেশে ৪৩টি প্রকল্প চালু রয়েছে। আশা করছি, খুব শিগগিরই আরও ৭টি প্রকল্প শুরু হবে।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২৩ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com