ঢাকা ওয়াসার চেয়ারম্যান হলেন ড. গোলাম মোস্তফা

ঢাকা ওয়াসার চেয়ারম্যান হলেন ড. গোলাম মোস্তফা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী ড. গোলাম মোস্তফা।

সোমবার (১২ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬ এর ৭(১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ঢাকা ওয়াসা বোর্ডের সদস্যদের মধ্য থেকে পানি ব্যবহারকারীদের প্রতিনিধিত্বকারী সদস্য প্রকৌশলী ড. গোলাম মোস্তফাকে ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান নিয়োগ করা হলো। তিনি ঢাকা ওয়াসা বোর্ডের পূর্বতন চেয়ারম্যান মরহুম অধ্যাপক ড. এমএ রশিদ সরকারের স্থলাভিষিক্ত হবেন।

উপসচিব মোহাম্মদ সাঈদ-উর-রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ঢাকা ওয়াসার বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক এমএ রশিদ গত ১০ সেপ্টেম্বর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *