১৯শে মে, ২০২২ খ্রিস্টাব্দ , ৫ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ , ১৭ই শাওয়াল, ১৪৪৩ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঢাকা থেকে কানাডার টরোন্টোতে সরাসরি ফ্লাইট চালুর জন্য পুরোপুরি প্রস্তুত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে এই রুটে বিমানের প্রথম সরাসরি ফ্লাইট উড়বে।
শুক্রবার (১১ মার্চ) ঢাকার হাতিরঝিলে “বিমান হাফ ম্যারাথন প্রতিযোগিতা ২০২২”-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা জানান বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।
বাংলাদেশ এবং কানাডার মধ্যে চুক্তির ভিত্তিতে গ্রীষ্মকালীন সূচিতে টরোন্টো রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান।
প্রতিমন্ত্রী বলেন, “আমরা ঢাকা-নিউইয়র্ক এবং ঢাকা-নারিতা (জাপান) রুটে সরাসরি বিমান পরিচালনার চিন্তা করছি। কিন্তু কোভিডের কারণে কার্যক্রমে কিছুটা দেরি হচ্ছে।”
তবে শিগগিরই অন্যান্য আন্তর্জাতিক গন্তব্যে বিমানের ফ্লাইট উড়বে বলে আশাবাদী মাহবুব আলী।