ঢাকা-১৭ আসন থেকে সরে দাঁড়ালেন এরশাদ

ঢাকা-১৭ আসন থেকে সরে দাঁড়ালেন এরশাদ

পাথেয় রিপোর্ট : জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে সরে দাঁড়িয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি ঢাকা-১৭ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। চিকিৎসা করিয়ে সিঙ্গাপুর থেকে দেশে ফিরে এইচ এম এরশাদ এই কথাই জানালেন এবার।

সিঙ্গাপুর থেকে ফেরার পরদিন বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বিকাল ৫টায় রাজধানীর বারিধারায় এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন তিনি। সিদ্ধান্ত জানিয়ে জাতীয় পার্টির সব প্রার্থীকে মহাজোটের সিদ্ধান্ত মেনে নেওয়ার নির্দেশ দেন দলের চেয়ারম্যান।

নিজে সরে দাঁড়িয়ে ওই আসনে আওয়ামী লীগের প্রার্থী চিত্রনায়ক আকবর হোসেন পাঠানকে (ফারুক) সমর্থন জানিয়েছেন তিনি। এরশাদ রংপুরের পাশাপাশি ঢাকা-১৭ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এই আসনে আওয়ামী লীগেরও প্রার্থী রয়েছেন চিত্রনায়ক ফারুক (আকবর হোসেন পাঠান)। এরশাদ সাতক্ষীরার একটি আসনেও প্রার্থী রয়েছেন।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট থেকে নির্বাচনের ঘোষণা দেওয়ার পরও শতাধিক আসনে জোটের সিদ্ধান্তের বাইরে জাতীয় পার্টির প্রার্থী রাখার পর নানা গুঞ্জনের মধ্যে গত ১২ ডিসেম্বর চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন এরশাদ। ১৬ দিন পর গতকাল বুধবার দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।।‌একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে সরে দাঁড়িয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *