তফসিল ঘোষণার পর থেকে পরবর্তী ১৫ ঘণ্টায় ১২টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে আজ (১৬ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত আগুনের এসব ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসব আগুন নিয়ন্ত্রণে আনে। আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।
বিবৃতিতে জানানো হয়েছে, এই সময়ে ঢাকার দোহার ও টাঙ্গাইলে ২টি, বরিশাল বিভাগে ১টি, রাজশাহী বিভাগে ৫টি, চট্টগ্রাম বিভাগে ২টি, সিলেট বিভাগে ১টি ঘটনা ঘটে। এ ঘটনায় ২টি বাস, ২টি কাভার্ড ভ্যান, ৫টি ট্রাক, ২টি লেগুনা, ১টি ট্রেন পুড়ে যায়। এই আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ২১ ইউনিট ও ১১৬ জন জনবল কাজ করে।
যেসব স্থানে যখন আগুন
বুধবার (১৫ নভেম্বর)
৬.০৫- নয়া বাজার, বনপাড়া, নাটোর, ১টি কাভার্ড ভ্যানে আগুন
৮.৪৩-দাশপাড়া,শাহপরান, সিলেট সদর, ১টি লেগুনাতে আগুন
৮.৫৫-শাকপালা, বগুড়া সদর, ১টি কাভার্ড ভ্যানে আগুন
১০.০০-দোহার বাজার, দোহার, ১টি ট্রাকে আগুন
১০.৫০-খুলশি, ওয়াসার মোড়, চট্টগ্রাম, ২টি বাসে আগুন
বৃহস্পতিবার (১৬ নভেম্বর)
১২.১৫- বগুড়ার শেলপুরের মহিপুর নামক স্থানে ১টি ট্রাকে আগুন।
১২.২৫- ঝালকাঠির কলেজ মোড়ে ১টি লেগুনায় আগুন।
১২.৫০- বগুড়া সদরের জয়বাংলাহাট নামক স্থানে ১টি ট্রাকে আগুন।
১.০০- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ইসরাইলের মোড়ে ১টি মিনি ট্রাকে আগুন।
৩.০২- টাঙ্গাইল সদরের টাঙ্গাইল কমিউটার নামের ট্রেনে আগুন।
৩.৫০- চাঁদপুরের হাজিগঞ্জে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ১টি ট্রাকে আগুন।