৩রা ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ , ২০শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ , ১১ই রজব, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ফের তাইওয়ানের আকাশসীমায় ঢুকে পড়ল ১১ চীনা যুদ্ধবিমান। রোবার তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন দাবি করা হয়।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বেইজিং তাইওয়ানের কাছে সামরিক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে।
তাইওয়ান সরকারের পক্ষ থেকে জানানো হয়, চীন কখনো দ্বীপটিকে (তাইওয়ান) শাসন করেনি। এর ভবিষ্যত নির্ধারণ করার অধিকার তাদের নেই।
১৯৪৯ সালে কমিউনিস্টরা ক্ষমতা দখল করার পর তাইওয়ান চীনের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। যদিও তাইওয়ানকে বরাবরই নিজেদের একটি প্রদেশ বলে মনে করে থাকে বেইজিং।