তাইওয়ানের আকাশে চীনের ৩৯ যুদ্ধবিমান

তাইওয়ানের আকাশে চীনের ৩৯ যুদ্ধবিমান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : তাইওয়ানের দক্ষিণ-পূর্ব আকাশ প্রতিরক্ষা অঞ্চলে চীনের ৩৯টি যুদ্ধবিমান অনুপ্রবেশ করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে। খবর স্ট্রেইটস টাইমসের।

প্রতিবেদনে বলা হয়েছে, চীনা বিমানগুলোকে সতর্ক করার জন্য তাইওয়ানও যুদ্ধবিমান পাঠায়। গত দুই বছর ধরে তাইওয়ানের ভূখণ্ডে বারবার চীনা যুদ্ধবিমানের অনুপ্রবেশ ঘটছে বলে দেশটির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে।

তাইওয়ানের পতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব অঞ্চলের বাসি দ্বীপের আকাশসীমায় চীনের ২১টি যুদ্ধ বিমান, চারটি (এইচ-৬) বোমারু বিমান প্রবেশ করে।

এ সময় দ্বীপটির কাছে তিনটি যুদ্ধ জাহাজ, সাবমেরিন, বহরের সঙ্গে থাকা আগাম সতর্কীকরণ বিমান ও মধ্য এয়ার রিফুয়েলিং প্লেনও দেখা গেছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়েছে, চীনের এসব বিমানকে সতর্ক করার জন্য তারাও যুদ্ধবিমান পাঠিয়েছে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *