৮ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৫শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ , ১৬ই রজব, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : তাইওয়ান ঘিরে আবারও মহড়া শুরু করেছে চীন। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এতে ৫৭ যুদ্ধবিমান ও চার যুদ্ধজাহাজ অংশ নিয়েছে।
তাইওয়ানের দাবি— এর মধ্যে ২৮টি যুদ্ধবিমান তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন করেছে। খবর আলজাজিরার।
সোমবার এক প্রতিবেদনে আলজাজিরা জানায়, তাইওয়ান এক বিবৃতিতে এই মহড়ার নিন্দা জানিয়েছে।
চীনের এই তৎপরতাকে উসকানিমূলক বলে আখ্যা দিয়েছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
চীনের এই মহড়া গত এক মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বার অনুষ্ঠিত হলো। চীনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মহড়া চালানোর কথা ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, তাইওয়ান দ্বীপ নিয়ে ভূখণ্ডটির সঙ্গে চীনের দীর্ঘদিন ধরেই উত্তেজনা চলছে। তাইওয়ান পূর্ব এশিয়ার একটি দ্বীপ, যা তাইওয়ান প্রণালির পূর্বে চীনা মূল ভূখণ্ডের দক্ষিণ-পূর্ব উপকূলে অবস্থিত। অবশ্য তাইওয়ানকে বরাবরই নিজেদের একটি প্রদেশ বলে মনে করে থাকে বেইজিং।