পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কোয়েটার মতো শহর থেকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, পাকিস্তানি নাগরিকরা আফগান বিদ্রোহীদের সমর্থন দেখিয়ে করা সমাবেশে তালেবানদের পতাকা ধারণ করছে এবং ইসলামি চরমপন্থী স্লোগান দিচ্ছে। জাস্ট আর্থ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মার্কিন নের্তৃত্বাধীন বাহিনী আফগানিস্তান ছাড়তে শুরু করার পর থেকে তালেবানরা দ্রুত অগ্রসর হচ্ছে। পাকিস্তানের কোয়েটা শহরের বাসিন্দা এবং বেলুচিস্তানের পিশিন জেলার স্থানীয় বাসিন্দারা বলছেন, তালেবানদের কার্যক্রম সেখানে বেড়ে গেছে।
পাকিস্তানের একজন আইনজীবী অভিযোগ করেছেন, পাকিস্তানে তালেবানরা স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে। আইনজীবী মহসিন দাওয়ার এ ব্যাপারে বলেছেন, কোয়েটাসহ পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে তালেবানরা অবাধে বিচরণ করছে। রাষ্ট্রীয় সমর্থন ছাড়া এটা সম্ভব নয় বলে মনে করেন তিনি।
সূত্র: জাস্ট আর্থ নিউজ