তাসকিনের হ্যাটট্রিক এবং বৃষ্টি, পরিত্যক্ত ম্যাচ

তাসকিনের হ্যাটট্রিক এবং বৃষ্টি, পরিত্যক্ত ম্যাচ

খেলা প্রতিবেদক ● ডাম্বুলায় বাংলােদশ ও শ্রীলংকার দ্বিতীয় ওয়ান্ডে ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গেছে। ইনিংস বিরতিতেই বৃষ্টি নামে। হালকা বৃষ্টি দিয়ে শুরু হলেও পরে প্রচণ্ড বৃষ্টিতে সব পণ্ড হয়ে যায়।

এদিকে তাসকিন আহমেদের হ্যাটট্রিক সত্ত্বেও ডাম্বুলায় দ্বিতীয় ওডিআই ম্যাচে বড় স্কোর দাঁড় করিয়েছে শ্রীলঙ্কা। ৪৯.৫ ওভারে ৩১১ রানে অলআউট হয় লঙ্কানরা। ৫০ তম ওভারে ওডিআই ক্রিকেটে নিজের প্রথম হ্যাটট্রিক তুলে নেন বাংলাদেশি গতি তারকা।

শেষের ওভারের জন্য তাসকিনের হাতে বল তুলে দেন টাইগার অধিনায়ক মাশরাফি। ৫০ তম ওভারের তৃতীয় বলে তাসকিনের বলে সৌম্য সরকারের হাতে ক্যাচ তুলে দেন ২৮ বলে ৩৯ রানের ক্যামিও ইনিংস খেলা গুনারত্নে। এর পরের বলে সুরঙ্গা লাকমাল মোস্তাফিজের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন। তাসকিন তখন হ্যাটট্রিক উইকেটের অপেক্ষায়। শেষ উইকেট হিসেবে মাঠে নামেন প্রদ্বীপ। তাসকিনের ফুল লেন্থের ইয়র্কার বলে স্টাম্প ছত্রখান হয়ে যায় প্রদ্বীপের।

আর এভাবে বাংলাদেশের পক্ষে পঞ্চম বোলার হিসেবে ওডিআইতে হ্যাটট্রিক উইকেট লাভের কৃতিত্ব দেখালেন তিনি।

এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় লঙ্কান অধিনায়ক থারাঙ্গা। ইনিংসের তৃতীয় ওভারে গুনাথিলাকা (৯) মাশরাফির শিকার হয়ে বিদায় নিলেও সে ধাক্কা সামাল দেন থারাঙ্গা ও মেন্ডিস। দুজনে ১১১ রানের জুটি গড়ে তোলেন। থারাঙ্গা (৬৫) রান আউট হয়ে বিদায় নেন। এরপর ক্রিজে এসে দিনেশ চান্দিমাল ও মেন্ডিস অাবারো ৮৩ রানের জুটি গড়ে তুললে চাপে পড়ে যায় বাংলাদেশ। দলীয় ২১২ রানে চন্দিামাল (২৪) বিদায় নেন। ক্রিজে আসেন অসলো গুনারত্নে। পরের ওভারেই নিজের অভিষেক শতক হাকিয়ে বিদায় নেন উদ্বোধনী ব্যাটসম্যান কুশল মেন্ডিস (১০২)। এরপর মিলিন্দা সিরিওয়ারদানে ও গুনারত্নে ৫৫ রানের জুটি গড়ে তুললে বড় রান গড়ার আশা শুরু করে লঙ্কানরা।

কিন্তু শেষ ৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩১১ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। বাংলাদেশের জয়ের লক্ষ্য ছিল ৩১২ রান।

patheo24/mr

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *