চট্টগ্রাম প্রতিনিধি : তাসফিয়া আমিন হত্যা মামলার অন্যতম আসামি আসিফ মিজানকে (১৭) গ্রেফতার করেছে পুলিশ। আসিফ ফেসবুক ভিত্তিক ‘রিচ কিডস গ্যাংস্টার’ নামের একটি গ্রুপের সদস্য এবং এই হত্যা মামলার প্রধান আসামি আদনান মীর্জার বন্ধু। গত বুধবার দিবাগত রাতে চট্টগ্রামে নগরীর নাসিরাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আসিফ মিজান নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ গাউসিয়া আবাসিক এলাকার আবুল হাশেমের ছেলে। এর আগে তাসফিয়ার মৃত্যুর পর তার বন্ধু আদনান মীর্জাকে গ্রেফতার করে পুলিশ
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কর্ণফুলী জোনের সহকারী পুলিশ কমিশনার জাহেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আসিফ চট্টগ্রাম জেলার রাউজান উপজেলায় নানার বাড়িতে আত্মগোপনে ছিল। সম্প্রতি নানার বাড়ি থেকে শহরে ফিরে আসে।
গত ২ মে সকালে চট্টগ্রাম নগরীর পতেঙ্গার ১৮ নম্বর ব্রিজঘাটে কর্ণফুলী নদীর তীরে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে সেই লাশের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পরিবারের লোকজন থানায় গিয়ে মরদেহটি তাসফিয়া আমিনের (১৬) বলে শনাক্ত করেন।
_ Patheo\106\sl