তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচন: চ্যালেঞ্জের মুখে এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচন: চ্যালেঞ্জের মুখে এরদোগান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আগামী ১৪ মে হতে পারে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচন। এমনটাই ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। খবর মিডল ইস্ট আইয়ের।

একে পার্টির আইনপ্রণেতাদের সঙ্গে একটি বৈঠকে এরদোগান নির্বাচনের এ তারিখের ইঙ্গিত দিয়েছেন।

তুরস্কের প্রেসিডেন্ট পদে ২০ বছর ধরে দায়িত্ব পালন করে আসছেন এরদোগান। এই দুই দশকের মধ্যে বর্তমানে সবচেয়ে কঠিন সময় পার করছেন ৬৮ বছর বয়সি এই নেতা।

মূল্যস্ফীতি আর খাদ্যপণ্যের দামবৃদ্ধির কারণে বেশ বেগ পোহাতে হচ্ছে এরদোগানকে। এবারের নির্বাচনে মূল্যস্ফীতি সামলাতে না পারার খেসারত দিতে হতে পারে একে পার্টির এই নেতাকে।

এরদোগানের আমলেই মধ্যম আয়ের দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয় তুরস্ক। তবে সম্প্রতি অর্থনৈতিক কিছু ভুল সিদ্ধান্তের কারণে এবং ইউক্রেন যুদ্ধের কারণে ব্যাপকভাবে অর্থের মান কমেছে দেশটিতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *