২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ , ২৯শে শাবান, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভয়াবহ ভূমিকম্পের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। ১০টি প্রদেশকে দুর্যোগকবলিত এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। যেখানে বিধ্বংসী ভূমিকম্প এবং বেশ কয়েকটি আফটারশকের আঘাতে হাজার হাজার মানুষ মারা গেছে।
দক্ষিণ-পূর্ব তুরস্ক এবং উত্তর-পশ্চিম সিরিয়াজুড়ে অবস্থিত ভবনগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এরদোয়ান মঙ্গলবার তুরস্কের দক্ষিণাঞ্চলে প্রথম ৭.৮ মাত্রার ভূমিকম্পের পর টেলিভিশনে দেওয়া বক্তব্যে বলেন, ‘আমাদের (উদ্ধার ও পুনরুদ্ধার) কাজ দ্রুত সম্পন্ন করার জন্য আমরা জরুরি অবস্থা ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছি।’
এরদোয়ান আরো বলেন, ৭০টি দেশ অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সহায়তার প্রস্তাব দিয়েছে। এ ছাড়া তুরস্কের পশ্চিমে আন্টালিয়ার পর্যটনকেন্দ্রে হোটেল খোলার পরিকল্পনা করেছে তার সরকার। ফলে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষ সাময়িকভাবে থাকার জায়গা পাবে। প্রচণ্ড ঠাণ্ডা আবহাওয়ায় দেশটিতে উদ্ধার অভিযান চলছে বলে এরদোয়ান মন্তব্য করেছেন। বিভিন্ন দেশ এবং সাহায্য সংস্থাগুলো মানবিক সহায়তা প্রদানের জন্য ছুটে এসেছে। অনেকে উদ্ধারকর্মীও পাঠিয়েছে।
আরো খারাপ আবহাওয়া এই অঞ্চলে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে করে উদ্ধার অভিযান আরো ব্যাহত হবে। ধসে পড়া ভবন এবং ধ্বংস হয়ে যাওয়া রাস্তার কারণেও সমস্যা হচ্ছে। কারণ এগুলোর মধ্য থেকে বেঁচে যাওয়া মানুষদের খুঁজে পেতে এবং সাহায্য পাঠানো কঠিন হয়ে পড়েছে। এদিকে ভূমিকম্পের কারণে বেশ কয়েকটি বিমানবন্দরও বন্ধ করে দেওয়া হয়েছে।