তুরস্কে আরও তিন মরদেহ উদ্ধার করল বাংলাদেশ সেনাবাহিনী

তুরস্কে আরও তিন মরদেহ উদ্ধার করল বাংলাদেশ সেনাবাহিনী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্কে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে বিশেষ উদ্ধারকারী দল সোমবার (১৩ ফেব্রুয়ারি) আরো তিনজনের মরদেহ উদ্ধার করেছে। উদ্ধারকৃত মরদহের মধ্যে দুজন নারী এবং একজন শিশু রয়েছে।

এ নিয়ে গত চার দিনে মোট ১২টি মরদেহ উদ্ধার করেছে। এছাড়া একজনকে জীবিত উদ্ধার করেছে।

সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধারকারী দল ভূমিকম্পে বিধ্বস্ত পাঁচটি বিল্ডিং অপসারণ করেছে। এছাড়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ৮০ কার্টুন খাবার এবং ৬০টি তাবু বিতরণ করেছে। স্থানীয় ৬৩ জনকে মেডিকেল চিকিৎসা সেবা এবং তাদের মাঝে ৩১ কার্টুন ঔষধ বিতরণ করা হয়।

গত সপ্তাহের ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিশ্চিত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ হাজার ২৫৭। এর মধ্যে তুরস্কে ৩১ হাজার ৬৪৩ ও সিরিয়ায় চার হাজার ৬১৪।

জাতিসংঘ বলেছে, জীবিতদের উদ্ধারের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। ধারণা করা হচ্ছে, আরো অনেক লোক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। এদিকে তুরস্কের বৃহত্তম শহর প্রাচীন ইস্তাম্বুলে বড় ভূমিকম্পের আশঙ্কায় বাসিন্দারা উদ্বেগের মধ্যে পড়েছে।

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি তুরস্কের সঙ্গে সিরিয়ার উত্তরাঞ্চলেও শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে প্রচুর জানমালের ক্ষয়ক্ষতি হয় এবং অনেক মানুষ ধ্বংসস্তুপের নিচে আটকা পড়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *