১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ২১শে জিলকদ, ১৪৪৪ হিজরি

তুরস্কে উদ্ধারকারী দল পাঠাচ্ছে বাংলাদেশ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে লণ্ডভণ্ড তুরস্ক ও সিরিয়া। সোমবার আঘাত হানা এই ভূমিকম্পে দুই দেশেই প্রাণহানি বাড়ছে।

এখন পর্যন্ত তুরস্কে ২,৯২১ জন ও সিরিয়ায় ১,৪৫১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন আরও বহু মানুষ। ধসে পড়া ভবনের নিচে এখনও আটকে আছেন অনেক মানুষ।

এ অবস্থায় তুরস্কে একটি উদ্ধারকারী দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশে তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান।

তিনি জানান, বাংলাদেশ সরকার সহায়তা দিতে চেয়েছে। তারা আজ অথবা আগামীকাল উদ্ধারকারী দল পাঠাতে পারে।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, আশা করা হচ্ছে বুধবার উদ্ধারকারী একটি দল তুরস্কের উদ্দেশে রওনা দেবে। প্রাথমিকভাবে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কয়েকজন সদস্যকে এই দলে পাঠানো হচ্ছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্যমতে, স্থানীয় সময় সোমবার (৬ ফেব্রুয়ারি) ৪টা ১৭ মিনিটে সিরিয়া সংলগ্ন তুরস্কের গাজিয়ানতেপ শহরের কাছেই কম্পন ঘটে। এর গভীরতা ছিল ১৭.৯ কিলোমিটার। তবে সিএনএনের প্রতিবেদনে বলা হচ্ছে, ২৪.১ কিলোমিটার।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২৩ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com