পাথেয় টোয়েন্টিফোর ডটকম : তুরস্কের উপকূলবর্তী প্রদেশ মেরসিনে ভয়াবহ দাবানল দেখা দিয়েছে। বিস্তৃত জায়গাজুড়ে ছড়িয়ে পড়া এই আগুন নেভাতে সেখানে ২৯টি হেলিকপ্টার, ১১টি উড়োজাহাজ এবং দমকল বাহিনীর ৮৫০ জন কর্মী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
তুরস্কভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মঙ্গলবার মেরসিনের গুলনার জেলার বনাঞ্চলে এই দাবানলের সূত্রপাত হয়। তারপর অল্পসময়ের মধ্যে তা পার্শ্ববর্তী জেলা সিলিফকেতেও ছড়িয়ে পড়ে।
দাবানলের তেজে এই দুই জেলার দু’টি হোটেল এবং শত শত বাড়িঘর ভস্মিভূত হয়ে গেছে। দমকল বাহিনীর কর্মীরা অবশ্য উপদ্রুত বিভিন্ন এলাকা থেকে ইতোমধ্যে ১ হাজারেরও বেশি মানুষকে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে গেছেন।
দাবানলে এ পর্যন্ত নিহতের কোনো সংবাদ পাওয়া যায়নি। তবে ৭ জন আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গত বছর গ্রীষ্মে প্রবল তাপপ্রবাহ ও শুষ্ক আবহাওয়ার প্রভাবে তুরস্কের ভূমধ্যসাগর ও এজিয়ান সাগরের উপকূলবর্তী বনাঞ্চলে বিশাল দাবানল দেখা গিয়েছিল, এবং তাতে নিহত হয়েছিলেন অন্তত আট জন।