২রা মার্চ, ২০২১ ইং , ১৭ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ , ১৭ই রজব, ১৪৪২ হিজরী
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দাওয়াতুল কোরআন তৃতীয় লিঙ্গের মাদরাসার শিক্ষার্থীদের নতুন বর্ষের সবক শুরু হয়েছে গতকাল শুক্রবার। রাজধানী ঢাকার কামরাঙ্গীরচরে শুক্রবার তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের সবক শুরু হয়।
দাওয়াতুল কোরআন তৃতীয় লিঙ্গের মাদরাসার পরিচালক মুফতি আবদুর রহমান আজাদ জানান, বর্তমান ঢাকায় তাদের ১২টি কেন্দ্রে চালু আছে তাতে ১৭৫ জন তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী পড়াশোনা করছেন। এরপর বিভাগ পর্যায় এই কার্যক্রম শুরু করা হবে।
তিনি আরও বলেন, রাসূল সা. যে দায়িত্ব আমাদের মাঝে দিয়েছেন সে দায়িত্ব বোধ থেকে আমরা তাদের পাশে এগিয়ে এসেছি।
এসময় মাদরাসার শিক্ষার্থীরা কুরআন তেলাওয়াত, মাসয়ালা-মাসায়েল, গজল পরিবেশনও করেন শিক্ষার্থীরা।
পরে তাদের হাতে তুলে দেয়া হয়েছে পুরস্কার। ব্যতিক্রমধর্মী এ উদ্যোগে উচ্ছাসিত তারা। তাদের মতো অন্যান্য তৃতীয় লিঙ্গের মানুষরাও যেন ধর্মীয় শিক্ষা নিতে পারে সেজন্য এ ধরনের মাদরাসা আরও প্রতিষ্ঠার আশা করেন তারা।