২৯শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ , ১৫ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ , ২৮শে জিলকদ, ১৪৪৩ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : লুহানেস্কের সেভেরোদোনেৎস্কের তোসকিভকা গ্রাম নিজেদের দখলে নিয়েছে রুশ সেনারা। এর মাধ্যমে সেভেরোদোনেৎস্কের আরও ভেতরে ঢুকে পড়েছে রুশ বাহিনী।
মঙ্গলবার সেভেরোদোনেৎস্ক বিভাগের প্রধান রোমান ভ্লাসেনকো জানান, তোসকিভকার পুরো দখল রুশ সেনাদের হাতে। সোমবার থেকে ইউক্রেনের কাছে আর তোসকিভকার দখল নেই। সিএনএনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
তোসকিভকা গ্রামটি সেভেরোদোনেৎস্কের দক্ষিণ দিকে অবস্থিত। এ গ্রাম থেকে অগ্রসরমান রুশ সেনাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছিলো ইউক্রেনীয় সেনারা।
এটি ছিলো যুদ্ধের সম্মুখভাগের গ্রাম। এখানে গত কয়েক সপ্তাহ ধরে অবস্থান নিয়েছিলো ইউক্রেনের প্রতিরোধকারীরা। কিন্তু অবশেষে সেখান থেকে তাদের সরে যেতে হয়েছে।
সূত্র: সিএনএন