পাথেয় টুয়েন্টিফোর ডটকম: থাইল্যান্ডে ইমিগ্রেশন-সংক্রান্ত যাচাইবাছাই এড়াতে বৌদ্ধ ভিক্ষুর ছদ্মবেশ ধরা সাত বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল রোববার দেশটির দক্ষিণাঞ্চলীয় সোংখলা প্রদেশ থেকে তারা গ্রেপ্তার হন।
বেনামি সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে থাইল্যান্ডের সোংখলা ইমিগ্রেশন ও হাট ইয়াই ট্যুরিস্ট পুলিশ যৌথ অভিযান চালিয়ে এই সাত ব্যক্তিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা সবাই পুরুষ। তারা মালয়েশিয়া যেতে চেয়েছিলেন। তাদের সবার মাথা কামানো। পরনে ছিল বৌদ্ধ ভিক্ষুর পোশাক। স্থানীয় লোকজনের সঙ্গে মিশে গিয়ে কর্তৃপক্ষের চোখ এড়াতে তারা এই কৌশল নিয়েছিলেন।
কর্তৃপক্ষ জানায়, দলটি বাংলাদেশ থেকে ভ্রমণ শুরু করে মিয়ানমার হয়ে থাইল্যান্ডে প্রবেশ করে বলে অনুসন্ধানে জানা গেছে। তাদের বিরুদ্ধে থাইল্যান্ডে অবৈধ প্রবেশের অভিযোগ আনা হয়েছে।
সূত্র: দ্য থাইগার