১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ২১শে জিলকদ, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দুবাইয়ে বিশ্বের প্রথম থ্রি-ডি প্রিন্ট মসজিদ নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। আমিরাতের প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের নির্দেশনায় ২০২৫ সালে মসজিদটির নির্মাণকাজ শেষ হবে। খালিজ টাইমস।
দ্য ন্যাশনালের একটি প্রতিবেদন অনুসারে, দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্ট (আইএসিএডি) বুর দুবাই নামক এলাকায় এ মসজিদ নির্মাণের ঘোষণা দেয়। বুর দুবাই সংযুক্ত আরব আমিরাতের প্রাচীনতম পাড়াগুলোর অন্যতম।
সূত্র জানায়, মসজিদটির ফ্লোর হবে ২ হাজার স্কয়ার মিটারের। সেখানে ৬০০ মুসল্লি এক সাথে নামাজ আদায় করতে পারবেন। চলতি বছরের অক্টোবরে মসজিদটির নির্মাণকাজ শুরু হবে। নির্মাণকাজে থাকবে মাত্র তিনজন কর্মী ও একটি রোবটিক প্রিন্টার। এ প্রিন্টারটি প্রতি ঘণ্টায় দুই বর্গমিটার জায়গা প্রিন্ট করবে।
আইএসিএডির প্রকৌশল বিভাগের পরিচালক আলী আল-সুওয়াইদি একটি সংবাদ সম্মেলনে বলেন, সাধারণ উপায়ে মসজিদ নির্মাণের চেয়ে এতে ব্যয় ৩০ শতাংশ বেশি। তবে ভবিষ্যতের বিবেচনায় এটি লাভজনক। মসজিদ ভবনের কাঠামো পুরোপুরি নির্মাণে চার মাস সময় লাগবে। পরে মসজিদের সব কিছু ঠিক ঠাক করতে আরও এক বছর সময় লেগে যাবে।
২০৩০ সালের মধ্যে থ্রি-ডি প্রযুক্তিতে দুবাইকে শীর্ষে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে ২০১৫ সাল থেকেই উদ্যোগ নিয়েছিলেন আমিরাতের শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুম। ২০১৬ সালে বিশ্বের প্রথম থ্রি-প্রিন্টেড অফিস নির্মাণ করা হয়। ২০১৯ সালে দুবাইয়ে বিশ্বের বৃহত্তম থ্রিডি-প্রিন্টেড ভবন- দুবাই মিউনিসিপ্যালিটির সেন্টার ফর ইনোভেশন তৈরি করা হয়।
আইএসিএডির মহাপরিচালক হামাদ আল-শাইবানি বলেন, থ্রি-ডি প্রিন্টিং প্রযুক্তির মাধ্যমে দুবাই কার্বন নিঃসরণ কমিয়ে আনার চেষ্টা করছে। একই সাথে ভবন নির্মাণে এ ধরনের প্রযুক্তির ব্যবহারের ফলে নির্মাণ সামগ্রীর বর্জ্যও বহুগুণে হ্রাস পাবে।