পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় আকাশ নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত সাড়ে আটটায় দেশটির ওয়েস্টার্ন কেপে প্রদেশের বিউফোর্ট ওয়েস্টে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বিউফোর্ট ওয়েস্টে থেকে ওই বাংলাদেশি তার আরেক ব্যবসাপ্রতিষ্ঠানে যাওয়ার পথে গাড়ির চাকা ফেটে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
এর আগে, দেশটির নর্দান কেপ প্রদেশের আফিংটন এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান আকবর হোসেন নামে আরও এক বাংলাদেশি। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকালে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আকবর হোসেন সিলেটের বাসিন্দা ও নগরীর কুশিঘাট এলাকার আলাওর রহমানের ছেলে। দোকানের মালামাল কিনে আসার পথে দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রায় ২১ বছর ধরে তিনি সেখানে বসবাস করে আসছিলেন।
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে নিহতদের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।