দমন-পীড়নের রাজনীতি বন্ধ করতে ইসলামী আন্দোলনের আহ্বান

দমন-পীড়নের রাজনীতি বন্ধ করতে ইসলামী আন্দোলনের আহ্বান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দমন-পীড়নের রাজনীতি বন্ধ করে জনকল্যাণে কাজ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমদ।

রোববার (২৫ ডিসেম্বর) রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হলেও পাচার রোধে কার্যকরী পদক্ষেপ দেখা যাচ্ছে না। দেশের কল্যাণেই মিডিয়া নানান চিত্র তুলে ধরার চেষ্টা করে। অথচ মিডিয়াকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ না দিয়ে উল্টো নানান সময় মিডিয়া কর্মীদের বাসাতে প্রশাসন হানা দিচ্ছে। যা দেশ ও জাতির জন্য লজ্জার।

দলের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, দেশের মানুষ রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন চায়। দেশে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হলে দেশবাসী ইসলামী আন্দোলনকে আগামীতে দেশ পরিচালনার জন্য গ্রহণ করবে।

তিনি আরও বলেন, আগামী ২ জানুয়ারি ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে কেন্দ্রীয় সম্মেলন সফলের জন্য দেশের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি।

সভায় আরও বক্তব্য রাখেন দলের সেক্রেটারি মাওলানা আরিফুল ইসলাম, নগর সহ-সভাপতি আলহাজ্ব মো. আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন, প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার মো. গিয়াস উদ্দিন পরশ, দপ্তর সম্পাদক মুফতী নিজাম উদ্দিন এবং অর্থ ও প্রকাশনা সম্পাদক প্রভাষক ডাক্তার মুজিবুর রহমানসহ আরও অনেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *