২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ , ৪ঠা রমজান, ১৪৪৪ হিজরি

দমন বৃদ্ধি করে দাবি পূরণে ব্যর্থ হচ্ছে সরকার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বর্ধিত আন্তর্জাতিক নিরীক্ষার জবাবে ক্ষমতাসীন আওয়ামী লীগ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার করছে, কিন্তু দমন বৃদ্ধি করার মাধ্যমে সেই দাবিগুলো পূরণে ব্যর্থ হচ্ছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদনে এসব বলা হয়েছে।

সংগঠনটির দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক মিনাক্ষী গাঙ্গুলী বৃহস্পতিবার প্রকাশিত সংস্থাটির বৈশ্বিক প্রতিবেদনটিতে আরও বলেন, বাংলাদেশের শেষ দুইটি সাধারণ নির্বাচন অবাধ ও সুষ্ঠু ছিল না এবং সেগুলোতে সহিংসতা, বিরোধীদের বিরুদ্ধে দমন, ভোটার ও বিরোধী প্রার্থীদের ভয়ভীতি প্রদর্শনের মতো ঘটনা ঘটে।

আগামী বছরের শেষ প্রান্তিকে বা ২০২৪ সালের শুরুতেই অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এখনও অবশ্য আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়নি।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২২ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com